Sunday, August 10, 2014

তামাক

প্রসিদ্ধি যে, মহাকবি কালিদাস, স্বীয় অসাধারণ কবি প্রতিভা সত্ত্বেও একদা রাজসভায় কয়েকটি সমস্যা পূরণে অপারগ হইয়াছিলেন ।
মহারাজা বিক্রমাদিত্য ( মতান্তরে মহারাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত) তাহার কারণ জিজ্ঞাসা করিলে, কালিদাস উত্তর দিয়াছিলেন:-
“ দরিদ্রস্য গুণাঃ সর্বে ভস্মাচ্ছাদিতবহ্নিবৎ ।
অন্নচিন্তা চমৎকারা কাতরে কবিতা কুতঃ ।।”

ভস্মাচ্ছাদিত অগ্নির ন্যায় দরিদ্রের গুণাবলী প্রকাশ পাইতে পারে না । অন্নাভাবে দুশ্চিন্তাগ্রস্তের নিকটে কবিতা কোথা হইতে আসিবে ?
ইহা হইতেই বঙ্গীয় ভাষায় প্রবাদ রচিত হইল :-
“অন্নচিন্তা চমৎকারা,ঘরে ভাত নাই জীয়ন্তে মরা”
যাঁহারা রসিক, তাঁহারা এক পদ আগাইয়া মন্তব্য করিলেন :-
“অন্নচিন্তা চমৎকার, বস্ত্রচিন্তা নৈরাকার ( নৈরাকার = একাকার)
তার চেয়ে বেশী চিন্তা, তামাক নাই যার”

No comments: