Saturday, August 2, 2014

অপুর টিভি

ব্যস্ত,  তাও একবার ফেসবুকে আমার ওয়ালে মুখ দেখিয়ে যাচ্ছি  একটা কারণে।

জানি- আপনারা গতকাল বুকী ঘোষের ঘটনাটা বিশ্বাস করেন নি । আম্মো লাচার !  সত্যি ঘটনা প্রমাণ করার দায় আমার নেই ।

একটা ঘটনা আজ সকাল এগারোটা নাগাদ ঘটেছে, সেটাই আপনাদের কাছে উপস্থিত করছি । বিশ্বাসের দায় ভার আপনাদের ।

বুকী এবং আমাদের কমন বন্ধু অপু গোঁসাইয়ের ( ভালো নাম, জয়ন্ত ) আদ্যিকালের টিভিটা পরশু রাতে দেহ রেখেছে ।

কোনো রকমে চলছিল এতদিন । তবে ফুটবল বিশ্বকাপ জ্বরের তাপ সহ্য না করতে পেরে  অক্কা টিভির ।

অপুর স্ত্রীর খুব সখ- এল সি ডি স্ক্রীনের বড়, বিশাল টিভি । অপু হিসেব করে দেখল- যা টাকা কুড়িয়ে বারিয়ে হবে, তাতে হয়ে যাবে নতুন টিভি ।
এবারে সমস্যা- পুরোনো টিভি । দোকানদার বলল – নিয়ে আসুন, একচেঞ্জ করে দেবো ।
হিসেবী অপু ---এবারে সাবধান । কত  ছাড় পাবো, একচেঞ্জ করলে ?
চালু টিভি হলে তিন হাজার টাকা
আর চালু না হলে ?
এক হাজার টাকা ।

অপু  টিভিটা  গতকাল বয়ে নিয়ে এসেছিল আমাদের পাড়ার কালু মিস্তিরির কাছে ।
নগদ চার হাজার টাকা খরচ করে  চালু করেছে টিভি ।

এল সি ডি টিভির দোকানে  টিভি কিনতে যাওয়ার পথে চা খেয়ে গেল আমার বাড়ীতে।

সারানো টিভিটা একচেঞ্জ করবে অপু ।

No comments: