Monday, August 4, 2014

আঁক

ইস্কুলে আমাদের তিনটে “আঁক” করানো হতোই ।
চৌবাচ্চার নল
বাঁদরের তৈলাক্ত বাঁশে ওঠা নামা
সিঁড়ি ভাঙা

বুঝতেই পারতাম না, একটা চৌবাচ্চাতে জল যখন ঢোকানো হচ্ছে, তখন তাকে আর একটা নল দিয়ে বের করানোর দরকার কি ?
জল কি জমবে না চৌবাচ্চাতে ? প্রশ্ন করলে- বিজন স্যার বলতেন, বড় হলে বুঝবি !
তখন, বন্য প্রাণী আইন সংক্রান্ত জটিলতা ছিল না । তাই বোধহয়, বাঁদরকে জোর করে তৈলাক্ত বাঁশে ওঠা নামা করানো হত ।
বিজন স্যারকে আবার প্রশ্ন । বলেছিলেন- বাঁদরের বাঁদরামি যে কি রকম হয়, সেটাও বড় হলে বুঝবি ।
শেষে সিঁড়ি ভাঙা অঙ্ক !
করতে করতে নেমেই যাচ্ছি তো যাচ্ছিই ।
উত্তর- বেশীর ভাগ সময়েই শূন্য, কয়েকবার বোধহয় “ এক” হত ।
বিজন স্যারের উত্তর কি হবে, সেটা জানা ছিল বলে আর বেমক্কা প্রশ্নটা করি নি ।
========
বড় হয়েছি কিনা জানি না, তবে, শারিরীক কারণেই বৃদ্ধ হয়েছি ।
বুঝতে পারছি-------- চৌবাচ্চার জল, জমার নয় ।
আমি নিজেও ওই তৈলাক্ত বাঁশে চড়ে আছি, মানে চাপিয়ে দেওয়া হয়েছে । একটু উঠি তো অনেক খানি নেমে যাই ।
আর সিঁড়ি ভাঙা ?
এখনও তো ভেঙেই চলেছি ---------- জানি , শূন্যেই শেষ হবে উত্তর, তবে বাই চান্স  যদি “এক” হয় ?
হলে, কি হবে জানি না ! তবে, এত শূন্যের মাঝে ---- এক, একটা বিরাট পাওনা !


No comments: