Friday, August 15, 2014

ঘোষ বাবু

ঘোষ বাবু আমায় জোর করে নিয়ে গেলেন, বারে । অবশ্য- পান করতে আমাকে জোর করতে হয় নি ।

পিনা চলছে আরামসে । একটা প্লেটে চিকেন কাবাব এলো । অবাধ্য হাতের ঠেলাতে প্লেট শুদ্দু মাংস মাটিতে ।

করে, করে- অবশেষে বিল এলো । সেটায় ঐ কাবাবের বিলও আছে ।

ঘোষ বাবু জড়িয়ে বললেন – এটা আমরা খাই নি, বিল দেবো না ।

চেনা বেয়ারা কাঁচুমাচু !

বলল :- স্যার আমার দোষেতে তো আর, কাবাব মাটিতে পড়ে নি !

ঘোষ বাবু বললেন :- যাও বিল পাল্টে নিয়ে এসো ! তবেই টাকা দেবো ।

কি লেখাবো স্যার ?

লেখাবে :- কাবাব ফলেন ! মাটি ইটিং


No comments: