Monday, November 3, 2014

নাটক

গতকাল, যাত্রার কথা লিখেছিলাম ।
আজ পাড়ার নাটক । এটা অবশ্য আগে লিখেছি বলে মনে হচ্ছে, তবে না হয় নতুন করেই লিখলাম ।
=======
বাঘাযতীনে একবার ঠিক হলো- দুর্গা পূজার সময় নাটক হবে । ভূতো দা খুব ভালো ষ্টেজ অ্যারেঞ্জার ।
মানে হল গিয়ে- কখন, কোন দৃশ্যে কি লাগবে বা গোটা নাটকে প্রয়োজনীয় জিনিস ঠিক সময়ে হাজির করাটাই কাজ, এই ষ্টেজ অ্যারেঞ্জারের ।


এত নিঁখুত ভাবে পাড়াতে আর কেউ করতে পারতো না- ভূতোদা ছাড়া ।

এহেন ভূতোদা এবারে জেদ ধরে বসলেন- তিনিও পার্ট করবেন ।

সর্বনাশ ! কপালে হাত, পরিচালকের । ভূতোদা পার্ট করলে- আর দেখতে হবে না । ওই সব প্রয়োজনীয় জিনিস সিন ওয়াইজ জোগাড় দেবে কে ?

অনেক বোঝানো হল – ভূতোদাও নাছোড় বান্দা । শেষে, মধুদিকে গিয়ে ধরা হলো । আর কয়দিন পরেই ভূতোদার বিয়ে মধুদির সঙ্গে ।

ভূতোদা রাজী হলেন অগত্যা।

যথাসময়ে নাটক শুরু । জমে ওঠেছে , দর্শক মুগ্ধ । ভূতোদার অ্যারেঞ্জমেন্ট নিঁখুত ।

শেষের সিনে নায়ক ধরতে পারবে, আসল ষড়যন্ত্র কে করেছিল ! হাতে রিভলবার, আর কোমোরে ছোরা নিয়ে ভিলেনের কাছে হাজির নায়ক ।

অনেক তর্কা তর্কির পর নায়ক গুলি করল, ভিলেনকে ( এই সময় ভূতোদা পটকা ফাটাবে ষ্টেজের পেছনে, যাতে মনে হয় রিভলবারের গুলি চলল ) ।

পটকা আর ফাটে না ! নায়ক বেগতিক দেখে- ছোরা বের করে ভিলেনের বুকে বসালো।

ঠিক সেই সময়েই – দুম্ করে পটকার আওয়াজ ।

ভূতোদা উধাও । দর্শকদের মধ্যে হাসির ফোয়ারা ।

ড্রপসিন ।
============

এখনও কত কি যে উল্টাপাল্টা হচ্ছে- জীবন রঙ্গ মঞ্চে !!!

No comments: