Tuesday, March 31, 2015

আবার হরি-২



গতকালের ঝমঝমিয়ে বৃষ্টিতে, আশে পাশের  চাষীদের মুখে হাসি । এবারে, আম বেশ বড় সাইজের আর মিষ্টিও হবে ।
ভয় একটাই, এবারে আমের যা ফলন, তাতে আলুর ভাগ্য না হয় ।

হরির দোকান, এই ভোরবেলাতেও ঝক্কাস ভাবে জমজমাট । তবে,  গোপলার মুখে লোডশেডিং । এমনিতে মুখে খই ফোটে আর কানে খাটো ।

অনেক খুঁচিয়ে শেষে যেটা পেলাম :-

আজ সকালে  ওর বৌ আস্তে করে নাকি মধুর কাছে পাঁচশো টাকা চেয়েছিল । মধু রেগে বলে :- কইসি না, যা কবা- জোরে কবা ।
জোরে বলতেই মধু বলল :- ইস্! আগের কথাটাই ভালো ছিল !

রেগে গিয়ে বৌয়ের জোরে জবাব :- বাপের বাড়ী চলে যাব !

যাও গিয়া ! কেডা বারণ করসে ?

টাকা দাও !

ক্যান ?

গাড়ী ভাড়া !

ঠিক আসে ! এই দিলাম।

ফেরার ভাড়া কোই ?

তুমি আবার ফেরবা ?









No comments: