Wednesday, March 4, 2015

টুকরো- টাকরা-২


আপ্পা রাওয়ের ( তেলুগু ভদ্রলোক) দেওয়া কিং সাইজ সিগারেটটা যে পুরো খেতে পারবো না, সেটা বুঝি নি আগে ।

দাঁড়াতে কষ্ট হচ্ছিল । পায়ের লিগামেন্টে টান । একটু খেয়েই খোলা দরজা দিয়ে ফেলতেও মন চাচ্ছিল না, দামী সিগারেটটা ।

হঠাৎ দেখি, পাশের এসি থ্রি টায়ারের ভেষ্টিবিউল দিয়ে টিটি আসছে ।

সাড়ে সর্বনাশ ।

একে, পায়ে ব্যাথা তার ওপর টিটি ! পা দুটো থরথর করে কাঁপছে আমার ।

 টিটি এসেই কটমট করে তাকালেন ।

লজ্জা করে না আপনাদের , এভাবে সিগারেট খেতে ?

মানে, মানে

কিসের মানে ?

বুইলেন কিনা, সিগারেট খাওয়া যে ট্রেনে মানা, সেটা জানি তবে ওই !

 কিসের ওই ? জানেন, আমার সিগারেট কেনা হয় নি !  আমাকে কে দেবে ?

আপ্পারাওকে বললাম দিতে । প্রমোদ ফিক ফিক করে হাসছে তখন ।

আপ্পারাও দিতেই ঈগলের মত ছোঁ মেরে নিলেন, টিটি মহাশয় ।

আমিও মায়া ত্যাগ করে আমার সিগারেটটা ফেলতে যাবো, টিটি হাঁ হাঁ করে উঠলেন ।

করেন কি ?

মানে, দাঁড়াতে কষ্ট হচ্ছে তো, তাই ফেলে দিয়ে সিটে ফিরে যাবো ।

দিন, ওটা দিন আমায় । দামী জিনিস নষ্ট করতে নেই ।

দান করে, গ্লাসডোর ঠেলে, দু পা এগোতেই এক মোটা মতন ভদ্রলোক, সাইড লোয়ার বার্থ থেকে পর্দা ফাঁই করে, কম্বল জড়িয়ে পড়ে গেলেন প্যাসেজে । রডটাও ভেঙে গড়াগড়ি ।

চারপাশে সোরগোল । ভদ্রলোকের নিথর দেহ কোচের মাটিতে ।

এক বৃদ্ধ ভদ্রলোক বললেন, পাখা লাও, জল লাও ।

যাকে বললেন- সে তার পাশের লোককে কথার ব্যাটনটা রিলে রেসের মত পাস অন করে দিলেন ।

 লাও তো বটে, আনে কে?

ফচকে একজন গেয়ে উঠলো:-

এ তুমি কেমন তুমি, এসি কামরায় পাখা চাও !

আরেকজন চ্যাঁচালেন :- খুন , খুন ! পুলিশ বোলাও ।

বাঙালি ভয় পেলেইহিন্দি বলে আর রাগলে ইংরেজী বলে অরণ্যের প্রাচীন প্রবাদ।

একজন তো ফিক্সড্ পাখাকে ধরে টানাটানি শুরু করলেন, ঘোরাবেন বলে ।

ভদ্রলোকের নিথর দেহ নট নড়ন চড়ন !

কম্বল মোড়া এক মৃতদেহ, সকলকে মুখ ভ্যাঙাচ্ছে ।

 (চলবে)




No comments: