Wednesday, March 25, 2015

জীবন

ক্ষী জ্বালা বলুন তো ?
এই পেটের জন্য যত ঝামেলিস, তাই না ? সকালে ওঠো রে, বাজারে যাও রে । কত্তা বা গিন্নির মুখ ঝামটা খাও রে ।
এদিকে গ্যাস ফুইরেবে ফুইরেবে কোচ্চে , গ্যাস দিচ্চে না । বলি, স্ন্যাপ ডিল বা অ্যামাজনে তো আর গ্যাস পাওয়া যায় না , তাই গণ্ডগোলিস ।
তাই, বাবা বাছা করে ডেলিভারি বয়কে দশ টাকা বেশি বকশিশ কবুল করে , গ্যাস চাওয়া !
তাও কি দ্যায় ! কত রকম বাহানাক্কা !
ইদিকে গিন্নি হলে, কত্তার হুকুম – চা করো ! আর কত্তা হলে, গিন্নির হুকুম – আমি আর সংসার সামলাবো না ! তুমিই করো সব !
মাঝে মাঝে মনে হয়, জীবনটাকে ও এল এক্সে বেচে দি মাইরি !
ল্যাটা চুকে যায় !
তাপ্পর মনে পড়ে :- ও হরি ! চাল বাড়ন্ত ! ক্কি হবে?
তালে আর কি ! চলো, বাইরে খেয়ে আসা যাক ! ফেরার পথে নয় চাল কিনে আনা যাবে ।
ইদিকে মাসের শেষ ! টাকা, টিপে টিপে খরচ কোত্তে হয় ।
থাক্ ! ওই তো আটা আছে, চলো রুটি বানানো যাক !
এই মাইরি, রুটি খেলে মাঝরাতে পেট খালি খালি লাগবে ! চলোই নি, পিগি ব্যাংক থেকে টাকা ধার নেই !
ইল্লি আর কি, অত গুলো পাঁচ টাকার কয়েন জমিয়েছি কি সাধে ? তাছাড়া, ওই খুচরো নিয়ে রেস্তোরাঁয় ঢুকলে ভাববে – নিকিরি !
ক্রেডিট কার্ড নিয়ে যাবো, কুচ পরোয়া নেহী !
আগের বিল শোধ করতেই সব জ্যাম- এ আবার কোথাকার খাঞ্জা খাঁ রে ! 
তালে কি হবে ?
যাও চাল নিয়ে এসো !
অ্যাতো রাতে ?
সবে তো সন্ধে, যাও যাও দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খেয়ে নি !
=-========
এই ভাবেই চলে নিরন্তর জীবনের স্রোত ! তবু আমরা বেঁচে আছি, বেঁচে থাকবো !
জীবন জিন্দাবাদ !

No comments: