Thursday, March 5, 2015

টুকরো- টাকরা-৪


আপ্পারাও সব দেখেশুনে বলল :- আইতে, ইদি মন্দু গুরিঞ্চি আউনাই আনি মাটা ।
 ( তাহলে, এই সব মদ খাওয়ার জন্য হয়েছে বলে মনে হচ্ছে- যদিও মন্দু মানে ওষুধ, তবে যোগরূঢ়ার্থে মদ)
না দাগ্গিরা কুডা উন্দি, তাগুতারা ?
( আমার কাছেও আছে, খাবেন নাকি?)

প্রমোদ ফিসফিস করে বলল আমায়:- ভাইনা, এঠি পিইলে এবে সবু মারিবে, রাতি ভি হেলানি। চালন্তু , খাইবা ।
( দাদা, এখানে খেলে এখন সবাই মারবে, রাতও হলো- চলুন খেয়ে নি )

আপ্পারাও বুঝতে না পেরে দৃশ্যত রেগে গেল ।
এমিটাণ্ডি, এমো চেপ্তুন্নারু মিরু ?
( এই যে, আপনারা সব কি বলছেন?)
 প্রমোদ :- মিরু শিলিগুড়ি এলতাড়ু গাদা ।অ্যাকড়া মন্দু তিসকোন্টে, ইউ আর ক্যারিং কোল টু নিউ ক্যাসেল । ইপ্পরু, পাদাণ্ডি- মিলস্ তিসকান্ডে বাগু
 ( আপনি তো শিলিগুড়ি যাচ্ছেন, ওখানে মদ নিয়ে যাওয়া আর নিউ ক্যাসেলে কয়লা নিয়ে যাওয়া একই ব্যাপার । চলুন খাবার খেয়ে নি )
-  আইতে পাদাণ্ডি
(তা হলে চলুন ।)

সিটে ফিরে, যে যার খাবার খুলে বসা গেল ।

আপ্পারাও বের করলো- শুকনো লুচি আর আলু ভাজা , সঙ্গে ঝাল আচার ।
প্রমোদ আর আমাদের ছিল চিকেন কষা আর ভাত এবং রুটি ।
 আপ্পারাও গন্ধ পেয়েই নাক কুঁচকালো ।
নেনু, ষ্ট্রিক্ট ভেজেটেরিয়ান্ । বাসম্ অস্তে, নাকু বান্তি ওস্তুন্দি
( আমি, শুদ্ধ নিরামিষাশী । গন্ধ এলেই আমার বমি আসে)

আমি বললাম – মিরু,  ব্যাঙ্গাল্ লো ওচ্চারু । রোজু চাপালু বাসম্ ওস্তায়ি

( আপনি বাংলায় এসেছেন- রোজই মাছের গন্ধ পাবেন)

আউনু-নেনু ইকড়া মারি পাদি রোজু উন্টে ছাছিপতানু
( ঠিক, এখানে আরও দশদিন থাকলে মারা যাবো)
প্রমোদ চুপি চুপি বলল :- আইঁগ্গা, ইয়ে মাছঅ খাউনি, হেলে অম্রুতর সন্ধান ইহাকু মিলি নি ।
( আজ্ঞে, এ ব্যটা মাছ খায়নি, অমৃতের সন্ধান এ পায় নি)

পাশের বার্থ থেকে হুংকার ভেসে এলো :- খাচ্ছেন খান ! আপনাদের কিচির মিচির বন্ধ করুন ।
জ্বালিয়ে মারল । কানে ধাপা ধরে গেল মাইরি
 প্রমোদ :- শলা, বঙালি মানে এমিতি হুয়ন্তি
( শালা বাঙালিরা, এইরকমই হয় )
বলেই, আমার দিকে তাকিয়ে জিভ কাটলো


No comments: