Sunday, October 5, 2014

গুহ্যপূজা

বাল্মিকী রামায়ণে কিন্তু রামচন্দ্রের অকাল বোধন করে, দুর্গাপূজার কথা নেই । পরে কবি কৃত্তিবাস এটা বাংলা রামায়ণে অর্ন্তভুক্ত করেন ।
বলা আছে- মাঘ মাস থেকে আষাঢ় মাস, দেবতাদের দিন বা দক্ষিনায়ণ । আর শ্রাবণ থেকে পৌষ, দেবতাদের রাত বা উত্তরায়ণ ।
বলা হয়, ব্রহ্মার উপদেশে রাম শারদীয়া দুর্গা পূজা করেন, রাবণ বধের জন্য । দেবীকে নাকি বালিকা রূপে এক বেলগাছের নীচে পাওয়া যায় ।
সেখানেই রাম বোধন করেন দেবীর ।
সপ্তমীতে দেবী রামের ধনুকে প্রবেশ করেন । অষ্টমীতে, রাম রাবণের ভয়ানক যুদ্ধ । অষ্টমী- নবমীর সন্ধিক্ষণে রাম, রাবণকে বধ করেন আর দশমী হলো  বিজয় উৎসব ।
আরও বলা হয়- সপ্তমীর মধ্য রাতে যখন দেবী, রামের ধনুকে প্রবেশ করছেন গুহ্যভাবে- তখন রাম হোম করেছিলেন আর সেটা ছিল মধ্যরাত ( সার্ধ যামে গতে নক্ত – অর্ধেক রাতে) ।
তাই প্রচলিত বিশ্বাস- গুহ্যপূজা করলে শক্তি লাভ হয় ।



No comments: