Wednesday, October 29, 2014

সলিলকি- ৭



প্রকৃতির নিয়মে কোনো স্থানই শূন্য থাকে না । ফাঁকা হলেই হু হু করে বাতাস এসে ভরিয়ে দেবে জায়গা ।
রাজনীতিও প্রকৃতির নিয়মে চলে ।
বামেদের অন্তঃসার শূনতা ও দাম্ভিকতা, কংগ্রেসের দুর্নীতি এবং নড়বড়ে সংগঠন, তৃণমূলের অহং, গোবলয়ের অন্ধ বিশ্বাস, মিডিয়ার প্রচার সব মিলিয়ে মোদি এখন অপ্রতিরোধ্য বেগে এগিয়ে চলেছে ।
লোকে পুত্রশোক ভোলে- আর এতো গণহত্যা ! মানুষের মন এখন সব ভুলে একটা বিকল্প খুঁজছে- ধর্ম নির্বিশেষে ।
ফেসবুকে বীরত্ব ফলালে কি হবে, বাস্তব অন্য কথা বলছে ।
জীবনে অনেক উত্থান পতন, ভেসে যাওয়া, ডুবে যাওয়া দেখলাম, এটাও দেখছি ।
কথায় আছে চিতায় ওঠা বা কবরে যাওয়া পর্যন্ত শিখতে হয় ।
তাই শিখছি ।
ভাবছি আর কোনো রাজনৈতিক লেখা লিখবো না । ভাবাটা কার্যকর কতখানি করতে পারবো, নিজেরই সন্দেহ আছে । লিখলেও কাজ হয় না ।
আসলে হেরে যাচ্ছি- এই ভাবনাটাই কুরে কুরে খাচ্ছে ।
৭০ বছরের শেষে যেমন সোভিয়েতের লোকজন স্বপ্ন ছাড়া আর কিছুই পায় নি, আমার হাতে, সেরকম পেন্সিল পর্যন্ত নেই ।

এখনও চাই বিপ্লব দীর্ঘজীবি হোক, কিন্ত ..................................

No comments: