Tuesday, October 7, 2014

লক্ষ্মী পুজো-২০১৪

গত রাতেই উনি বলেছিলেন :- কাল সকালে কিছু বাজার করো, লক্ষ্মী পুজোর জন্য । আঁতকে উঠে বললাম- তুমি বললে, নিজে বাজার করবে, তাই পনেরশো টাকা দিলাম, সব শেষ ?

“হুদহুদের” মত কথার টাইফুন ঝাঁপিয়ে পড়ল আমার ওপর । 

বলি, জিনিসের দাম জানো ? খালি তো ফেসবুকে বুলি আওড়াও আর জ্ঞান ! নিজেকে কি ভাবো তুমি ?

চুপ করে ঘুমিয়ে পড়লাম । ভোর সাড়ে পাঁচটায় চা দিয়ে ঠেলে উঠিয়ে দিলেন ।

মুখ হাত ধুয়ে, হরির দোকান । সেখানে “বিষ” চা দিয়ে আচমন করে, রবির “রিস্কা” নিয়ে বাজারের দিকে রওনা ।

ওই সাত সকালেই ভীড়ে ভীড়াক্কার সব । দাম – স্কাই স্ক্রাপারের কাছাকাছি ।

দুটো শশা- ১৫ টাকা

কলা – ৭০ টাকা ডজন

একটা পদ্মফুল- ২০ টাকা

করে করে পকেট থেকে ৫০০ টাকা ধাঁ ।

===========

একজন ফুট কাটলেন :- দশ হাজার কোটী টাকার স্ক্যাম, উসুল করতে হবে তো !

No comments: