জন্মেছি অবিভক্ত বাংলার রাজশাহীতে । বাংলা ভাগ হবার পর মা-
বাবার সাথে ঘুরেছি অজস্র জায়গায় ।
বেনারস থেকে শুরু করে পারলাখেমুণ্ডী, বাঘাযতীন থেকে বালেশ্বর ।
কর্মসূত্রে, কটক, ভুবনেশ্বর, পুরী,বেরহামপুর( গঞ্জাম) মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি এবং শেষে কোলকাতার
উপকণ্ঠে দমদমে থিতু হয়েছি ।
অজস্র মানুষের সুখ- দুঃখ, হিংসা , প্রশ্রয়, আদর , ঘৃণা দেখেছি ।
দেখেছি গরীব থেকে আরম্ভ করে মধ্যবিত্তের বাঁচা । কোম্পানীর
দৌলতে বড় বড় হোটেলে খেয়েছি, থেকেছি ।
বাল্যবন্ধু প্রচুর এবং বিভিন্ন ভাষাভাষি । কৈশোর, যৌবনের সাথীও অঢেল ।
আজ বৃদ্ধ হয়ে ভাবি, এই রকম
ভাবে ঘোরা আর বাঁচা আমার কপালে বিধাতা লিখেছিলেন ।
ভালো আছি এখনও । দুবেলা, দুমুঠো
ভাত পাই খেতে । আর কি চাই ?
No comments:
Post a Comment