এই মোবাইল বা সেল ফোন কে আবিস্কার করেছিল,
একটু বলবেন ? গিয়ে গলা টিপে ধরবো ।
এটার জন্য গোটা জীবনটাই বানানো গপ্পো
হয়ে দাঁড়িয়েছে !
কেন বললাম ? কেউ বিশ্বাস করে না, আমি
সত্যি কথাগুলো লিখছি ।
বারবার করে হরির দোকানে যাওয়ার সময়
বললাম- বাজার তো আছে, অন্য কিছু লাগবে ?
আরে না না- সব আছে ।
নিশ্চিন্তে বেরিয়েছি--- আড্ডা মারবো
বলে । সবে হরির গরল সুধা পান করার জন্য গেলাসে মুখ ঠেকিয়েছি- অমনি, রাধার বাঁশি ।
বলো
তুমি যাওয়ার পর মনে পড়ল জানো ? একটা
পঞ্চাশ গ্রাম জিরের প্যাকেট এনো তো !
আচ্ছা আনবো ।
খানিক পরে আবার বাঁশির রিপ্লে টিউন
বলো
ইয়ে – চিনি এক কেজি এনো তো
এই তো মাসের বাজারে চার কেজি চিনি আনলাম
!
আমি একা খাই নাকি ? রাবণের গুষ্ঠি সব,
খালি আমার দোষ ?
রেগে ফোন রাখা
খানিক পরে আবার রিং টোনের হাইলাইটস্
আমার প্রেসারের ওষুধ ফুরিয়েছে, এনো
ধড়াম্
==========
বিশ্বাস করুন- সেল ফোনটা ফেলে দেবো
!
No comments:
Post a Comment