++++++++++++
আমি যে সময়ে মালদায় থাকতাম, সেই সময়ে
গৌড় আদিনা দেখানোর গাইড ছিল না- এখনও নেই বোধহয় ।
মালদায় ট্যুরিষ্ট লজের ম্যানেজার বাবু, বিদেশী সাহেব এলেই এই অধমকে সেলাম দিতেন- গাইড হওয়ার জন্য ।
তা, খারাপ লাগতো না !!! আমার ফ্রেঞ্চ
ইংরেজীতে যা পারতাম , আপ্রাণ ভাবে চেষ্টা চালাতাম, ওদের
বোঝানোর ।
আর প্রশ্নের পর প্রশ্ন । যতটা পারতাম, উত্তর দিতাম ।
টাকা পয়সা তো মিলতই তার ওপর খ্যাঁটন আর বিলেইতি কারণ বারি ।
ম্যারিকান ইংরেজী বলা খুব সোজা ! নাকী সুরে বাংলা উচ্চারণে
ইংরেজী বললেই হল। ওদের গুলো বোঝা যেত না সহজে ।
একবার এই রকমই ডাক পড়লো ।
গিয়ে দেখি দুই সাহেব । আমার কাছে, সব সাহেবই
এক লাগতো দেখতে । তবে, এদের উচ্চারণটা বোঝা যাচ্ছিল । একজন বয়স্ক, আরেকজন তুলনায় কম বয়েসী ।
রওয়ানা দিলাম । দেখাতে দেখাতে চলেছি । মাঝে দু একটা সংস্কৃত
শ্লোক ।
হঠাৎ বলা নেই কওয়া নেই বয়স্ক সাহেবটা বলল :- ইট সিম্স্ ইউ
নো সানস্ক্রিট !!!
আম্মো ভাবলাম :- সায়েবরা আর সংস্কৃত কি বুঝবে ?
তাচ্ছিল্যের হাসি হেসে আমার উত্তর :- ইয়া ইয়া ! সিওর !
তারপরই- বিনা মেঘে বজ্রপাত !
দেন লেট আস টক্ ইন সানস্ক্রিট্ , হোয়াই ইন
ইংলিশ ?
কিভাবে যে সামলেছিলাম------ ভগাই জানে !
=======
পরে জেনেছিলাম- বয়স্ক মুশকো সাহেবটি জার্মান এবং তিনি একটি
বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের ডিন্ আর ছোটটি অধ্যাপক সংস্কৃতের ।
তার পর থেকে আর সংস্কৃত নিয়ে কথা বলি না !
মাত্থা খারাপ ?
+++++++++++++++
মন্বন্তরে মরি নি আমরা, মারী নিয়ে
ঘর করি । এই লাইনটা মনে পড়লো আমার !!!
ক্ষী ক্ষেলো !
শেষে, সাহেব আমার সাথে সংস্কৃতে
কথা বলবে ?
ট্যাক্সি চালককে গাড়ী থামাতে বললাম
। সে তো অবাক !!
কেনে, রামকিসনোদা !!
আব্বে বুরবাক্ ( গালি নয় কিন্তু,
এটাও নৈকট্যের ভাষা ) হামার .........
লেগেছে । বলে আঙুলে ভি সাইন দেখালাম ।
সায়েবরা কি বুজলো, কি জানি----
গাড়ীটা রাস্তার ধার ঘেঁসে দাঁড়ালো ।
আমিও ঝোপে গিয়ে --- না না, যেটা ভাবছেন, সেটা নয় । মনে মনে, তি, তস্ ,অন্তি-সি,
থস, থ- মি বস্ মস –আউড়ে নিলাম । সঙ্গে অহম্ – আবাম্ – বয়ম্ !
সব কি আর মনে পড়ে ? তাও তিনটে ডন
বৈঠক দিয়ে - ভালো করে মুণ্ডু ঝাঁকিয়ে নিলাম । তার পর তেত্রিশ কোটী দেবতা, যিশু, আল্লা – সবার নাম নিয়ে এসে থিতু
ট্যাক্সির সামনের সিটে ।
তখন এবং এখন যেরকম ভাবে ইংরেজী
বলি, (মানে বাংলাটা ভেবে নিয়ে তার তর্জমা করে বলা) সে রকম ভেবে বললাম ( বুকে
কম্পন) :-
চিন্তা মাস্তু ( চিন্তা করবেন না )
। ভবান্ কিং উদ্দোগং করোতি ( আপনি কি করেন ? )
অহং অধ্যাপকং অস্মি । ( আমি একজন
অধ্যাপক) বয়স্ক সায়েবের জবাব ।
অস্তু, শ্রীমন্ ( ঠিক আছে স্যার-
এই জাতীয় আর কি )
জিজ্ঞাসা ধেয়ে এলো আমার দিকে
ভবান্ কিং করোতি ? ( আপনি কি করেন? )
( তোতলে ) অহং অহং- ঔষধ বিক্রয়কঃ ( আমি ওষুধ বিক্রি করি
)
তস্য কঃ অর্থঃ ( এর মানে কি ?)
লে হালুয়াং ! অহং ……………..
( সায়েব বোধহয় ততক্ষণে ধরে ফেলেছে আমার জ্ঞান)
য়থা ভবান্ ইচ্ছতি তথা !চিন্তাং ন করোতু ! ( যে রকম ইচ্ছে
বলবেন, চিন্তা করবেন না )
আমিও বললাম – মৌনমেব উচিতম্ (মৌন থাকাই উচিত )
বুড়ো সায়েব, ছোকরা সায়েবকে ফিস ফিস করে বলল, স্পষ্ট শুনতে
পেলাম:-
সঃ সর্বথা অপ্রয়োজকঃ ( এই লোকটা গুড ফর নাথিং )
========
এর পর একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছিলাম বটে তবে আর জমে নি !
এর পর একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছিলাম বটে তবে আর জমে নি !
ট্যুরিষ্ট লজে ফিরে এসেই আমি ম্যানেজারের ঘরে অজ্ঞান হয়ে
যাই ।
============
পরে, ম্যানেজার সায়েব আমার হাতে দক্ষিণার খাম ধরিয়ে বলেছিলেন :- সায়েব দেখলে আপনার ভাঙা ইংরেজিই বলবেন এরপর থেকে । খবরদার সংস্কৃত বলবেন না !
============
পরে, ম্যানেজার সায়েব আমার হাতে দক্ষিণার খাম ধরিয়ে বলেছিলেন :- সায়েব দেখলে আপনার ভাঙা ইংরেজিই বলবেন এরপর থেকে । খবরদার সংস্কৃত বলবেন না !
সেই আপ্তবাক্য আজও মেনে চলি ।
No comments:
Post a Comment