বিকেলে বেরিয়েছিলাম, কিছু টুকটাক কেনাকাটা করতে ।
দোকানে দেখি এক ভদ্রলোক এবং মহিলাও আছেন, মানে দম্পতি আর কি
! সাথে বেশ কয়েকটা ছেলে মেয়ে ! ( গোনার সময় ছিল না )
হঠাৎ- দেখি মহিলা বলছেন, আরে “বোনাস” কোথায় গেল ?
একটা বছর আষ্টেকের ছেলে উত্তর দিয়ে বলল :- এই ত্তো মা, আমি
এখানে ।
“বোনাস” নামটা বেশ আনকমন । লজ্জার
মাথা খেয়ে জিজ্ঞাসা করেই ফেললাম- ভদ্রলোককে :- ছেলের নাম “বোনাস” কেন ?
ভদ্রলোক একটু সিঁটিয়ে গিয়ে একপাশে আমাকে ডেকে বললেন :-
আসলে বুঝলেন তো, আমার বেশ কয়েকটা ছেলে- মেয়ে !
সে তো দেখতেই পাচ্ছি !
মানে এই ছেলেটা উপরি পাওনা---- তাই নাম, “বোনাস” !
===========
===========
বল্, মা তারা------ দাঁড়াই কোথা ?
No comments:
Post a Comment