Monday, August 11, 2014

মানবেন্দ্র মুখোপাধ্যায়


বাঘাযতীনের “ই” ব্লকে আমার মামা বাড়ী, এখনও আছে । হেঁটে, বিজয়গড় শিক্ষানিকেতনে পড়তে যেতাম ।


আমার এই ইস্কুলের পাশেই ছিল গায়ক মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ী ।



তখন তাঁর ছোট বাড়ীটা বেড়া দিয়ে ঘেরা ছিল । কয়েকটা ফুল গাছ, পেয়ারা গাছ এই সব ।

মাঝে মাঝেই আমাদের বদমায়েসীতে অতিষ্ঠ হয়ে বকতেন ঠিকই, কিন্তু কোনোদিন আমাদের হেডস্যার প্রয়াত প্রবোধচন্দ্র মিত্রকে কিছুই বলতেন না ।

কত গায়ক আসতেন তাঁর বাড়ী ।

আমাদের অসীম পণ্ডিত ভালো তবলা বাজাতো । চুপ করে দাঁড়িয়ে তাঁদের গান বাজনা শুনতো ও, সঙ্গে আমরা ।

অন্য অনেকের কাছে- এঁরা ছিলেন, নক্ষত্র! আমরা রোজ দেখতাম বলে গা সওয়া ছিল ।
আসলে বোঝার মত বয়স হয় নি তো, তখন !


গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, সলিল চৌধুরী কোন কোন দিন হঠাৎ হাজির হতেন। 

বনে নয় মনে মোর পাখি আজ গান গায়------ এই গান লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, আর সুর- নচিকেতা ঘোষের ।

মানব বাবু কি অসামান্য দক্ষতায় গানটা গেয়েছিলেন- ইউ টিউবে শুনে দেখতে পারেন ।

আমি এতো যে তোমায় ভালবেসেছি... কথা ও সুর, শ্যামল গুপ্ত ।

নজরুল গীতিকে আবার নতুন করে চিনিয়েছিলেন মানব বাবু ।


হায় রে ! সেই বোঝার যখন বয়স হলো, তখন তো আর কাছে যেতে পারতাম না ।


মনে আছে, শ্যামল মিত্র মারা যাবার পর কালো সাদা কোলকাতা দূর দর্শনে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের প্রতি ক্রিয়া ।


তাঁর জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম !

https://www.youtube.com/watch?v=m6YGeQIxhPQ

No comments: