Thursday, August 21, 2014

হিন্দি সিনেমা

অনেকদিন আগে  দেখা একটা হিন্দি সিনেমার সংলাপ মনে পড়ল । চেষ্টা করেও মনে করতে পারছি না নামটা ।

+++++++++++
সিন :-
বাবা গাউন পরে মুখে চুরুট নিয়ে দাঁড়িয়ে আছে----- ঘোরানো সিঁড়ির  মাঝখানে । চারিদিকে বৈভবের চিহ্ন ।
 ক্যামেরা প্রথমে ধরবে ক্লোজ শটে- বাবার মুখ । বিরক্তির অভিব্যক্তি সেখানে ।
তারপর ছেলে ঢুকছে- এই দৃশ্য ধরবে ক্যামেরা ।  ট্রলি সটে ছেলেটার হাঁটা দেখাবে ।

সংলাপ :-
বাবা :- ঠহর যা বেটে ।
ছেলে থামল ।
বাবা :- তুম গীতা সে প্যার করতে হো?
ছেলে:- জী, পিতাজী
বাবা :- লেকিন কিঁউ ?
ছেলে :- মুহব্বত  ! ইসবারে মেঁ আপকো পতা নেহী চলেগা ।
বাবা :- দেখ বেটা ! ও গরীব কি লেড়কি হ্যায় । ইস খানদান সে উসকা কোই তাল্লুক নেহি !
ছেলে :- পিতাজী, মুহব্বত গরিবী ঔর আমিরি নেহি মানতি
বাবা :- ইয়ে তুমহারা আখরী বাত ?
ছেলে :- জী পিতাজী !
বাবা :- নিকাল যা মেরে ঘর সে । তেরে সাথ মেরা কোই রিস্তা নেহী আজসে !

ছেলে :- কান খুলকর শুন লিজিয়ে পিতাজী ! মৈঁ নিকালতা হুঁ, লেকিন যানে কে পহেলে ম্যাঁয় হরগীজ বলুঙ্গা:- আপ মেরে বাপ নেহী বলকে- শালা হ্যায় ।

No comments: