প্যাকেটের ওপর ছাপা – অখ্যাত দোকানের বিখ্যাত মিষ্টি, এই শ্লোগান নাকি বুকীর তৈরী ! অনেক আগে একটা লন্ড্রীর নাম করণ করেছিল- গণধোলাই !
বিমল বাবু বললেন- আজ আমার নাতি হয়েছে !!! শ্রী গুরুর পূজা দিলাম । তার প্রসাদ আর মিষ্টি নিয়ে এলাম- আপনাদের জন্য ।
বুকীর জিজ্ঞাসা – কোই হইসে আফনের নাতি ?
লেডি ডাফরিন হাসপাতালে ! বিমল বাবু হেসে বললেন ।
হঃ ! আমিও আসিলাম ওই হাসপাতালে, কয়েকডা দিন ।
সেকি !!! কি যে বলেন !! আপনি দেখি তর্কে জেতার জন্য সব কিছুই বাড়িয়ে বলেন !!
না স্যার !! ভুল করসেন !!
কেন, এতে আবার ভুল কিসের !!! ওখানে তো প্রসূতিরা থাকে !!!!
থাহেই তো ! আমি কি কইসি- থাহে না !!!
তবে এই যে বললেন- আপনি ওখানে দিন কয়েক ছিলেন !
আছিলাম তো !!
নাঃ ! আপনার মাথা খারাপ হয়ে গেছে !!
আফনে বোধবুদ্ধি হারাইসেন !
কেন ?
আরে আমার মায়ে আছিল ওহানে আর আমি ভূমিষ্ঠ হইয়া ওহানে মায়ের লগে আসিলাম ।
No comments:
Post a Comment