Saturday, December 26, 2009

মহাভারতে অক্ষৌহিনী

মহাভারত সম্বন্ধে অনেকে নানা কথা বলেন। অনেকেই আছেন; যাঁরা বিশ্বাসই করতে চান না যে, এরকম একটা যুদ্ধ আদৌ হয়েছিল ! মহাভারত নিজে পড়ে আমার মনে হয়েছে, হ্যাঁ! এরকম একটা যুদ্ধ হয়েছিল। কারন? কারন হিসেবে যেটা আমি প্রথমেই বলতে চাই, সেটা হলো মহাভারতে Details এর বর্ণনা প্রচুর। বিস্তৃত বর্ণনা কল্পনা দিয়ে হয় না। তাই আমি মহাভারতে অক্ষৌহিনী নিয়ে কিছু লিখছি। বিচারের ভার পাঠকদের। অক্ষৌহিনী ১টি রথ, ১টি হাতি, ৫ জন পদাতিক সৈন্য, ও ৩টি ঘোড়া= ১ পত্তি। ৩ পত্তি=১সেনামুখ।৩ সেনামুখ= ১ গুল্ম।৩ গুল্ম= ১ গণ।৩ গণ= ১ বাহিনী।৩ বাহিনী= ১ পৃতনা।৩ পৃতনা= ১ চমূ।৩ চমূ= ১ অনিকিনী।১০ অনিকিনী= ১অক্ষৌহিনীসুতরাং ১ অক্ষৌহিনী=২১,৮৭০ টি রথ।২১,৮৭০ টি হাতী।১,০৯,৩৫০ জন পদাতিক সৈন্য।৬৫,৬১০ টি ঘোড়া।অতএব, ১৮ অক্ষৌহিনী=৩,৯৩,৬৬০টি রথ।৩,৯৩,৬৬০টি হাতী।১৯,৬৮,৩০০ জন পদাতিক সৈন্য।১১,৮০,৯৮০ টি ঘোড়া।১৮ দিন ধরে চলা কুরুক্ষেত্রের এই যুদ্ধে; সব পদাতিক সৈন্য, হাতী, ঘোড়া, রথের সারথী কিন্তু সবাই মারা গেছিল!উৎস: - হরিদাস সিন্ধান্তবাগীশ কৃত"মহাভারতম্", বিদ্যাসাগর রচনাবলী।

No comments: