Saturday, May 22, 2010

একটি কথপোকথন (হয়তো বাস্তব, হয়তো কাল্পনিক)

-
Good Morning, Sir.
- সুপ্রভাত।
- In fact, কাল আপনার acting দেখলাম।
- ও!!!! তাই নাকি?
- Yes, Sir. It was wonderful.
- ধন্যবাদ।
- ওটা, Tagore drama ছিল তো?
- হ্যাঁ, রক্তকরবী!
- That’s great!
- আপনি দেখেছেন, এটা আমার সৌভাগ্য।
- No no. It’s my pleasure!
- বাঃ! আপনি তো বেশ রবীন্দ্র অনুরাগী!
- In fact, আমি যখন লান্ডনে ছিলাম, তখন আমি ওখানকার বাংলা আ্যসোসিয়েশনের Secretary ছিলাম। বাংলা সাহিত্য গুলে খেয়েছি। পরে মুম্বাই এসেও বাংলা সাহিত্যের গুরু হিসেবে সবাই মানত। In fact, আমি Conversation এ, বাঙ্গালী পেলে, English word use ই করি না। বাড়ীতেও strict instruction ই দেওয়া আছে। আমরা pure Bengali তে কথা বলি। By the way, আপনার সাথে আমার formal introduction ই হয় নি। (হাত বাড়িয়ে) আমি জ্যাজি বোস! আসলে জয়ন্ত বোস। ওই short এ জ্যাজি বোস!
- ও! আমি ঘনা ভশ্চাজ!
- Pleased to meet you!
- আমিও।
- Thanks. আচ্ছা কাল কি occasion এ আপনারদের drama staged হলো?
- শ্রীরবীন্দ্রনাথের সার্দ্ধ জন্ম শতবর্ষ উপলক্ষে আমাদের নাট্যসংস্থা “ রবীচ্ছটা” র সশ্রদ্ধ নিবেদন।
- What? Tagore এর শ্রাদ্ধ!!!!!!
- না না, শ্রাদ্ধ নয়! সার্দ্ধ
- What’s that?
- সার্দ্ধ মানে হাফ অর্থাৎ অর্দ্ধেক। শত মানে একশ। তাহলে সার্দ্ধ জন্ম শতবর্ষ মানে ১৫০ তম জন্মদিন। আপনাকে কি আর বোঝাব,মি. বোস! আপনি তো বাংলা সাহিত্য গুলে খেয়েছেন!!! আচ্ছা, স্যাটা বোস আপনার কেউ হন কি?
- Who is he?
- উনি একটি বড় হোটেলে কাজ করতেন!
- Oh! Sheet! আমার ও সব lower level এর লোকেদের সঙ্গে যোগাযোগ নেই।
- ঠিক! ঠিক! তা, ঘনাদা, টেনিদা, ফেলুদা;এদের চেনেন তো?
- দেখুন, মুম্বাইতে দাদা, ভাই এসব Criminal দের বলে। তা, are they criminals of Calcutta?????
- Criminal বলে Criminal!!!!!! এরা সব বাঙ্গালীদের সব কিছু ডাকাতি করে নিয়ে গেছে!!!!!
My God! Police inactive???????? আমার লালবাজারে চেনাশোনা আছে। বলুন তো ওদের area of operation!
- উম!! ঘনাদা, বেহালার বনমালি নস্কর লেন, টেনিদা আমর্হাষ্ট ষ্ট্রীটের পোষ্ট আপিসের কাছে পটলডাঙ্গা আর ফেলুদার সাউথে রজনীকান্ত সেন লেন।
- এদের Good name গুলো বলুন তো!
- ঘনাদা= ঘনশ্যাম দাস, টেনিদা= ভজহরি মুখুজ্জ্যে আর ফেলুদা= প্রদোষ . সি. মিটার! তবে, সাবধান!
- কেন?
- ঘনাদা আর টেনিদা কিন্তু সব রকম মার্শাল আর্ট জানে। ফেলুদার তো কথাই নেই। একটা সাংঘাতিক অস্ত্র আছে ওনার!
- What’s that?
- মগজাস্ত্র।
- Is it a deadly weapon? More than atomic ones?
- হ্যাঁ, মি. বোস!!!!
- হুম!!! Then, I have to contact Mr. A.K. Anthony.
- কে কে?????
- আরে, our defense minister. I mean, India র।
- কেন?
- কি হবে?
- আরে,These deadly weapons should not be with them. Any way, don’t worry. I will take care. কাল আমাদের Complex এ একবার আসবেন?
- কেকেকেননননননন?
- আরে , আমরাও আমাদের Complex এ Tagore centenary করছি। আমার মেয়ে ওখানে Tagore এর সেই বিখ্যত কবিতাটা recite করবে।
- কোনটা?
- ওই যে, হারুদের ডালকুকুরে etc etc.
- আমার শরীর খারাপ করছে।
- My God! Should I give a tinkle to my family doc?
- আরে না না ! বাড়িতে শুয়ে এট্টু রেষ্ট নিলেই ঠিক হয়ে যাবে।
- OK, take care!

2 comments:

MANAS PAL said...

Marvelous.....I loved it Sir...Wits at its best..shall start reading the others.
Osonkhyo Dhanyabad
Sorry I cannot type Bengali and my laptop does not have Bengali font.

madhumita said...

bapre baap....!

'bangal manushya noy, '...' ek jantu...etar '...' ta bodh hoy onno ekti shobdo. na ki bhul bollam? ke jane!