সকালটা অন্যদিনের মত শুরু হলো না! অনিলের দোকানে চা খেতে গিয়ে ২ টাকা দিলাম। অনিল ১.৭৫ পয়সা ফেরত দিল। চা এর দাম ৪ আনা?????
অনিল, পয়সা ফেরত দিলি..... মাথা খারাপ হলো নাকি?
“আরে না দাদা, দাম তো ঠিকই নিয়েছি।”
আমার কি মতিভ্রম হলো!!!!!!! বাড়ী ফিরতেই গ্যাসের- বিকাশ! সিলিণ্ডার দিয়ে ১০০ টাকা নিল! কি হচ্ছে টা কি? বুঝতেই পারছি না! বাজারে গেলাম,
আলু- ১ টাকা, চাল-২ টাকা, রুই- ২০ টাকা করে কিলো!
ধূস্ বলে হাতটা আকাশে ছুঁড়লাম। আড়াই বছরের নাতনি – দাদা, ওঠ, চা খাবি না?
No comments:
Post a Comment