Thursday, September 4, 2014

বাংলা সিরিয়াল

অনেকদিন ধরে হরির দোকানে আড্ডা দেওয়া হচ্ছে না আমার । বাজারে যাওয়ার সময়ে খালি চায়ের আচমন করেই চলে যাই ।
আজ গিয়ে বসলাম । বসতেই কানে এলো- উত্তেজিত আলোচনা । টালিগঞ্জ পাড়ায় ঠেকের একটি ছেলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলা সিরিয়ালে চান্স পাওয়ার জন্য।
কোনো একটা বাংলা সিনেমায় চান্স পেয়েছিল বটে, তবে সেটা ছিল- নায়কের হাতে ঠাস করে চড় খাওয়ার সিন ।
ছেলেটির পিষ্টিজে গ্যামাক্সিন । তাই, আর রিস্ক নেয় নি ।
কুলোকে বলে, স্যুটিংয়ে খালি চড়টাই খেয়েছিল, লাঞ্চটাও পায় নি । ফেরার সময় গাড়ী ভাড়া বলে মাত্তর কুড়িটা টাকা ঠেকিয়ে বিদায় করেছিল ফিলিম কোম্পানী ।
তাও সেই সিনটা পোষ্ট প্রোডাকশনের সময় বাদ ।
ছেলেটা তারপর থেকে, প্রচুর ছবি টবি তুলে একটা অ্যালবাম মত তৈরি করে নাম দিয়েছে- অটোবায়োগ্রাফী” !
সেটা নিয়েই ঘুরে বেড়ায়, দোরে দোরে ।
আজ প্রসঙ্গটা আবার তুলতেই হরি গেল ক্ষেপে ।

রাস্তার সিনে হালায় কুত্তাগুলিও চানোস পায়, তুই পাস না ক্যা?”


No comments: