Friday, January 8, 2010

দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার নবরত্নদের নাম

মহাকবি কালিদাসের “জ্যোতির্বিদ্যাভরণ” গ্রন্থে মহারাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের (বিক্রমাদিত্য নামে খ্যাত) নবরত্ন সভার নবরত্নদের নাম পাওয়া যায়।
“ধন্বন্তরি-ক্ষপণকামরসিংহ-শঙ্কু-বেতালভট্ট-ঘটকর্পর-কালিদাসাঃখ্যাতোবরাহমিহিরোনৃপতেঃ সভায়াংরত্নানি বৈ বররুচির্নব বিক্রমস্য।
অর্থাৎ : নৃপতি বিক্রমের সভায় যে নয়জন রত্ন
১) ধন্বন্তরি
২) ক্ষপণক
৩) অমরসিংহ
৪) শঙ্কু
৫) বেতালভট্ট
৬) ঘটকর্পর
৭) কালিদাস
৮) বরাহমিহির
৯) বররুচি

No comments: