আমি, মূলত বড় হয়েছি, মামাবাড়ীতে ।
বাঘাযতীন তখন উদ্বাস্তু কলোনী । ইলেকট্রিক নেই, শাওয়ার নেই, কত কিছু ছিল না ।
টয়লেট বলতে তিন দিক ঘেরা বেড়া দিয়ে
একটা জায়গা । নং টুয়ের জন্য অন্য ব্যবস্থা।
মাটির মেঝে, বেড়ার ঘর । ওপরে টিনের
চাল । পানা ভরা পুকুর । তাল গাছের গুঁড়ি দিয়ে ঘাট বানানো ।
চিৎকার করে , ডাকাডাকি । কোনো “সফি”র
ব্যাপারই ছিল না ।
গরম কালে, বকফুল গাছের নীচে
ক্যাম্প খাট পেতে শোওয়া । তাল পাখার হাওয়া খেতে খেতে ঘুমোনো ।
লণ্ঠনের হলুদ আলোয় পড়া----- চিৎকার
করে । একই লাইন বারবার বলা- মুখস্ত করার জন্য ।
গলা শুকোলে, একটু থামা, তারপর আবার
শুরু ।
কোনো চিন্তা নেই, ভাবনা
নেই--------
=======
এখন বড় হয়ে বৃদ্ধ হয়েছি, এখন আর পারবো না ওসব ।
=======
এখন বড় হয়ে বৃদ্ধ হয়েছি, এখন আর পারবো না ওসব ।
যাই------ , যে মরে মরুক, আমার কি
?
আমি ভাল আছি ।
আমি ভাল আছি ।
No comments:
Post a Comment