Sunday, July 20, 2014

রোজনামচা

ফুটবল জ্বর শেষ । জার্মানির কড়া অ্যান্টিবায়োটিকের এফেক্ট হরির দোকান জুড়ে রাকার চাঁদের মত ছেয়ে আছে ।

ভারতের ইংলণ্ডে ক্রিকেট টেষ্ট খেলার মত ভিটামিনও দোকানের আড্ডাকে আর চাগিয়ে তুলতে পারছে না ।

হরি মুখ বেঁকিয়ে বলল :- ছাড়ান দেন ! ধোনীগো হালায় বাজার যাইতে কইলেও চোট পায় ।  এরা খেলবো কিরকেট ?
নেইমারের মত চোট খাইত, তবে শ্যান বুজতাম !

পাড়ার কালুদা বলল – হরি তোর ভালো নাম যেন কি ?

দীপক

তুই কি অধিকারী ?

কন কি !  আমি অধিকারী হমু ক্যান? খাস পাল !

বুঝেছি-  অধিকারী হলে তোকে চাঁদের পাহাড়ে উঠতে হত !

হেয়া তো দেবায় উঠসিল

হ্যাঁ, তবে দেবের ভাল নাম দীপক । দীপক অধিকারী

কি কইতে চান ?

কিছুই না !! তোকে স্কোলারীকে বলে ব্রেজিলে পাঠাবো
ক্যান?
তুই ব্রেজিল দলের ক্রিকেট অধিনায়ক হবি । অধিকারী এখন স্কোলারী !!!!

--------
হরির   মুখ বেগুনী হয়ে গেল ।




No comments: