আমি, এবার থেকে পণ করেই ফেলেছি- বেশী
রাস্তাঘাটে বেরুবো না !!!
বিশেষ করে সন্ধের দিকে ।
বেরুলেই ঘটনার ছড়াছড়ি চোখে পড়বেই , আর এমনি
কপাল যে তার মধ্যস্থতা; আমাকেই করতে হবে ?
নাগের বাজার মোড়েই দেখেছিলাম- রঘু পাল, ফটিক পাল, পঞ্চু সাহা আর পলু সাহা, গুরুদেবের
আশ্রম থেকে বেরিয়ে; টলমল করতে করতে আসছে সাতগাছি মোড়ের দিকে ।
আমার অন্য একজনের সঙ্গে দেখা –বাবুতলার
কাছে । কুশল বিনিময় কালীনই দেখলাম, ওরা চারজন খুব জোরে জোরে কথা বলে
হাঁটছে ।
সাতগাছি মোড়ে দুলালের দোকানে সিগারেট কেনার সময়, ওরা আমায় দেখে ফেলল।
পলু সাহা আমাকে মোড়ে, ঐ ভীড়ের
মধ্যে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে :-
ক ক ক কয়েন দেহি, রা রা রামকিসনোদা !!!
কি ?
পাল বড়ো না সাহা বড় ?
মুশকিল ! !!! আমি জানবো কি করে ?
না না! এ এ এর একটা বিহিত করণ লাগে- রঘু পাল মরীয়া !!
পঞ্চু সাহাও নাছোড় বান্দা !!! আরম্ভ করলো :-
কি কি কি বিহিত করণের আসে ক দেহি !!! আমাগো- ম্যাঘনাদ সাহা, বি বি বিজ্ঞানী !!! আরতী সাহা সাঁতরাইয়া স স সমুদ্র পাড়ি দেছিল !!!! কোলকাতার
বি বি বি.কে সাহা পুলিশ কমিশনার আছিল । তোগো পালেরা কি আছিল ?
এবার আসরে, ফটিক পাল – আমাগো
পালেরা নাই ?
না নাই !
পালেরা নাই ?
ক ক কইলাম তো, নাই !!!
তোগো বি কে সাহা, কার আণ্ডারে কাম করতো, ক দেহি !!!
কার ?
হঃ !!! জানে না , আবার বড় বড় কথা কয় !!!
কি কইলাম ?
ওই যে সাহা- রা বড় !!
বড়ই তো !!
তইলে শোন !! বি কে সাহা কাম করতো কার আণ্ডারে !!!
কার !!
রাইজ্য পাল !!!! হুঃ !!
No comments:
Post a Comment