বিকেল বেলা, বুকি ঘোষের ফোন :-
অ, রামকিসনোদা, দোকানে আসেন না ক্যা আড্ডা মারতে ? কি যে দিইন রাইত বাড়ীতে বইয়া যন্তরে খুটুর খাটুর করেন !
বারে ! তুমিই তো বললে- দিন কয়েক এখন আসবেন না, আমি ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকবো !
কইসিলাম তো ! অহনে ফিরি, আইয়া পড়েন ।
যেতেই চেয়ার এগিয়ে দিয়ে বসতে বলল । দেখি, চেয়ারের বসার জায়গায় গদী লাগানো ।
বাঃ ! বেশ হয়েছে তো ! তা গদী লাগানো কেন আবার ?
আর কইয়েন না ! আইজ্ ননীদার লগে বাজারে দেখা ! কইলাম – এত সকালে আপনে বাজারে ?
কি বলবো বুকী ! একটু যে শান্তিতে যে ঘুমোবো, তার উপায় নাই !
ক্যান ?
আজ সকাল হতেই বৌ ঘাড় ধাক্কা দিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছে ।
অ ! এই কথা ! আমার বৌ, মানে হইলো গিয়া আপনের বৌমা, আমারে পেছনে হাঁটুর গুঁতা দিয়ে বাজারে পাঠাইসে । বুজ্জেন রামকিসনোদা, আপনার কি কেস জানি না, তয় হইলেও হইতে পারে ভাইব্যা, আপনার জন্যি একটা গদী লাগাইসি ।
আমি গম্ভীর হয়ে গেলাম ।
অপু বিষণ্ণ বদনে বলল – রামকিসনোদা, আপনি তো ওষুধ বেচেছেন দীর্ঘদিন, এর কোনো ওষুধ নেই ?
আমি কিছু বলার আগেই, বুকি বলল – ধুরঃ ! আমার কাছেই তো ওষুধ আছে, তয় বানাইতে লাগবো ।
কি, বল্ তো বুকী – আমিও উদ্রগ্রীব ।
আপনে এই জিনিস গুলা জোগাড় কইর্যা আমার কাছে আইসেন ওই বিস্যুৎবার ।
বলো ! আমি ঠিক নিয়ে আসবো !
কইত্যাসেন ?
হ্যাঁ !
তাইলে শোনেন ! কচ্ছপের লোম- একজোড়া, জলের শিকড়- দুইহ্যান্, রোদ্দুরের গুঁড়া -৫০ গ্রাম আর বাতাইসের ডগা- একখান ।
এগুলো পাবো কোথায় ?
তাইলে নিস্তার নাই ।
গদা বলল – এই বুকী থাম্ তো ! খালি ঘেউ ঘেউ করিস, কাজের কথা বল্
অ্যাই ! ক দেহি, কুত্তারা ঘেউ ঘেউ করে ক্যান ?
ভগবান ওই রকম করেছে !
দ্যাহো দেহি ! আসল কথাই জানস না !
কি ?
কোনো কুত্তারে ঘি দ্যায় না খাইতে !
জানি তো- লোম উঠবে তো !
তুই জানস্, কুত্তারা কি জানে ? অরা খালি চেঁচায় – ঘিউ ঘিউ ! উরুশ্চারণ করতে গিয়া ঘেউ ঘেউ হইয়া গেসে ।
তোর দেখি, ভালো বুদ্ধি ! এত রাখিস কোথায় ?
রাখি না, শিকসি !
কি রকম ?
তহন আমি বেকার, কাজ কাম নাই ! সামনের বাড়ীর মদন কাকায় কইলো – বুকী ! বেকার ঘুরস ক্যা ?
কি করুম ?
ব্যবসা কর !
ক্যাপিটাল কই পামু ?
ক্যাপিটাল লাগবো ক্যা ? সকালে উইঠ্যা, দুগো কাউয়া ধরবি !
ধরলাম !
অগো খালি পাখনাগুলারে রং কইর্যা, নাগের বাজার মোড়ে বইয়া কবি :- লইয়া যান, অচিন দেশের অচিন পাখী !
খেপসেন ? তারপরে কা কা কইর্যা চিক্কুর মারলেই গেসি ! মাইরা ছাল ছাড়াইবো আমার পাবলিকে !
কি যে কস ! ডাকলেই কবি – দ্যাখসেন ! এই বাচ্চা বয়সেই কথা কয় ! এহনই কাকা কয় । তারপরে গিয়ে , বাবা, চাচা মা, কত ডাকবো !
=======
আমার আর সহ্য হলো না , উঠে চলে এলাম !
No comments:
Post a Comment