Friday, November 7, 2014

সংস্কৃত বলার বিপদ



আমি যে সময়ে মালদায় থাকতাম, সেই সময়ে গৌড় আদিনা দেখানোর গাইড ছিল না- এখনও নেই বোধহয় ।
মালদায় ট্যুরিষ্ট লজের ম্যানেজার বাবু, বিদেশী সাহেব এলেই এই অধমকে সেলাম দিতেন- গাইড হওয়ার জন্য ।
তা, খারাপ লাগতো না !!! আমার ফ্রেঞ্চ ইংরেজীতে যা পারতাম , আপ্রাণ ভাবে চেষ্টা চালাতাম, ওদের বোঝানোর ।
আর প্রশ্নের পর প্রশ্ন । যতটা পারতাম, উত্তর দিতাম ।
টাকা পয়সা তো মিলতই তার ওপর খ্যাঁটন আর বিলেইতি কারণ বারি ।
ম্যারিকান ইংরেজী বলা খুব সোজা ! নাকী সুরে বাংলা উচ্চারণে ইংরেজী বললেই হল। ওদের গুলো বোঝা যেত না সহজে ।
একবার এই রকমই ডাক পড়লো ।
গিয়ে দেখি দুই সাহেব । আমার কাছে, সব সাহেবই এক লাগতো দেখতে । তবে, এদের উচ্চারণটা বোঝা যাচ্ছিল । একজন বয়স্ক, আরেকজন তুলনায় কম বয়েসী ।
রওয়ানা দিলাম । দেখাতে দেখাতে চলেছি । মাঝে দু একটা সংস্কৃত শ্লোক ।
হঠাৎ বলা নেই কওয়া নেই বয়স্ক সাহেবটা বলল :- ইট সিম্স্ ইউ নো সানস্ক্রিট‌ !!!
আম্মো ভাবলাম :- সায়েবরা আর সংস্কৃত কি বুঝবে ?
তাচ্ছিল্যের হাসি হেসে আমার উত্তর :- ইয়া ইয়া ! সিওর !
তারপরই- বিনা মেঘে বজ্রপাত !
দেন লেট আস টক্ ইন‌ সানস্ক্রিট্ , হোয়াই ইন ইংলিশ ?
কিভাবে যে সামলেছিলাম------ ভগাই জানে !
=======
পরে জেনেছিলাম- বয়স্ক মুশকো সাহেবটি জার্মান এবং তিনি একটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের ডিন্ আর ছোটটি অধ্যাপক সংস্কৃতের ।
তার পর থেকে আর সংস্কৃত নিয়ে কথা বলি না !

মাত্থা খারাপ ?

No comments: