ক্রিইইইরিং, ক্রিইইইরিং, ক্রিইইইরিং, ক্রিইইইরিং, ( ফোন করার পর ওপার থেকে শোনা যাচ্ছে, ফোন করনেওয়ালার ফোনে)
-
রেকর্ডেড ভয়েসে
ওয়েলকাম টু আওয়ার সার্ভিসেস । ফর হিন্দি- প্রেস ওয়ান, ফর বেঙলি- প্রেস টু, ফর ইংলিশ - প্রেস থ্রি ।
ক্যাঁচ ( ২ টেপা হলো)
আমাদের পরিসেবায় আপনাকে স্বাগত । আপনার কলটি আমাদের
ম্যানেজারের কাছে দেওয়া হচ্ছে । দয়া করে অপেক্ষা করুন ।
টুং – টাং – টাং ( বাজনা )
( পাঁচ মিনিট পর )
নমস্কার ! বলুন আপনার জন্য কি করতে পারি ?
মানে, আমার বাথরুম পরিস্কার
করাতে হবে ।
বেশ, আপনার বাথরুমে কমোড না
ইণ্ডিয়ান ষ্টাইল ?
কমোড
ফ্ল্যাশ কাজ করে ?
না
বাথটাব আছে ?
না
কমোডের রঙ কি ?
যাঃ বাবা, রঙও বলতে হবে ?
হ্যাঁ, ওই বুঝে সার্ভিস চার্জ
হবে ।
ও ! ইয়ে, মানে সাদা !
কল দিয়ে জল পড়ে ?
একটু একটু
প্রিপেইড কার্ড ভরেন নি, জলের জন্য ?
ভরেছি তো, এই তিনদিন হলো, তাও জল পড়ছে না !
আচ্ছা, দুঃখিত ! এটার জন্য
আপনার চার্জ একটু কম হবে !
তা, মোট কত লাগবে ?
একটু দাঁড়ান ! সিস্টেমটা দেখে নেই !
----
আপনার টোটাল বিল হবে হাজার টাকা !
হাহাহা জার টাকা ?
আগে জমাদার এমনি লুঙ্গি পরে আসতো, এখন তো ট্রাউজার, শার্ট আর টাই পরে যাবে, এটা তো লাগবেই !
এত পারবো না, খরচের ধাক্কায় জেরবার
!
বাঁচার ইচ্ছে নেই আপনার ?
না !
তাহলে, একটা অ্যাডভাইস দিচ্ছি
ফ্রিতে !
কি বলুন তো?
আমাদের চলন্ত বুলেট ট্রেনের সামনে চোখ বন্ধ করে দাঁড়াবেন, এক সেকেণ্ডের একটু কষ্ট, তারপরেই আপনার জীবনটা কাঁসা !
ক্কি ?
হ্যাঁ আর আমাদের NO
NO মানে ?
New Opportunity , এটাই বর্তমান ভারতের আদর্শ । গুড ডে !
No comments:
Post a Comment