দুর্গা ষষ্ঠীর দিন । মূর্তি আনা হচ্ছে । ঢাকীর বোল ফুটলো । একটু বাজানোর পর পরই বাড়ীর কর্তা হুংকার ছেড়ে ঢাকীকে বাদ্যি বাজাতে বারণ করলেন ।
ওই ছ্যামড়া ! ঢাকের বাজনা কোই শিখছস ?
এজ্ঞে ! বাপের কাসে, কত্তা !
বাপে আসে ?
না কত্তা ! গত হইসেন !
মায়ে ?
হঃ ! জীবিত ।
তোর লহে থ্যাহে ?
না কত্তা !
ক্যান ?
বৌয়ের লগে ঝগড়া করে, হের লাইগা তাড়াইয়া দেসে আমার বৌ !
তুই কিসু কইলি না , বৌরে?
কি আর লাই ? কত্তা !!
তোর মায়েরে তোর বৌ তাড়ায়ে দেসে, হেইডা !
ঢাকী চুপ
অহনে বুজসি !! হালায়,ঢ্যাবরা ঢাক লইয়া - ষষ্ঠীর দিন বিসর্জনের বোল বাজায় ।
No comments:
Post a Comment