*****পশ্চিমবঙ্গ- ওডিশার সীমান্তের একটি গ্রামের লোক
এই প্রথমবার কোলকাতা এবং বইমেলায় এসেছেন ।
এই কথোপকথন কাল্পনিক । কিন্তু, আমার একটা চেষ্টা থাকলো ভাষাটা সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার ।
এই কথোপকথন কাল্পনিক । কিন্তু, আমার একটা চেষ্টা থাকলো ভাষাটা সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার ।
এই ভাষাটা ওডিয়া মিশ্রিত এবং এটাকে কেরা বাংলা বলে ।
মাতৃভাষা দিবসের প্রাক্কালে এটা আমার শ্রদ্ধাঞ্জলি ।
++++++++++++++++++++
লোকটি ফিরে গিয়ে তাঁর অভিজ্ঞতা বলছেন বন্ধুকে । বন্ধুই প্রথম জিজ্ঞেস করলেন সেই কোলকাতা আসা লোকটিকে
:-
-
হই কিরে ( হ্যাঁ রে ) !! কলিকাতা বুলিকি (বেড়িয়ে) আসলি কি?
-
হঁ পরা !!
-
কাঁহিকি গেছিলি সেঠারে ?
-
কলিকতা কেবে (কখনও) যাই নি, আউ সেঠারে ( ওখানে ) বইমেলা হছে তো, সেঁথি পাঁই (
জন্য)
-
তা, কোণ তোরঅ অভিজ্ঞতা, একটু কহ না !!
-
আউ কুহ না !!! হাওড়ারে তো হুলইলি (
নামলাম ) । বস্ ( বাস) রে উঠি পারছি না । এতে ভীড়অ । হেঁটেকেরে হাওড়া বিরিজ পার
হয়ে গেনু ।
-
তা পরঅ ?
-
এতে খরা ( রোদ ) যে, শোসরে ( তেষ্টায় ) আউটি- পাউটি ( হয়রাণ) হয়ে গেনু !! একটা
পিণ্ঢা ( দাওয়া) পাছি না, কি একটু বসেকেরে পানি পিবি ( খাব) ।
-
বঢ় কষ্টরঅ কথা !! হউ, (আচ্ছা) তা পরে
?
-
গুটিয়ে ( একটা) পানি বোতল কিনেকেরে আগে শোস মিটালাম । ট্যাস্কি খণ্ডে (একটা)
ভি মিলি গেল । মিলন মেলা প্রাঙ্গনরে হুলই
দেলা সেই ড্রাইভরঅ । হেঁটেকেরে যাছী তো যাছী। কেতে লুকঅ। আমার মনে লাগল কি এটা হাট । কেতে ঝিঅ,
(মেয়ে) পুঅ ( ছেলে ) একা সাঙ্গরে বুলছে ( ঘুরছে ) ।
-
সতে সতে ? ( সত্যি, সত্যি )
-
হঁ পরা ! আমি তো দেখে কাবাআ ( অবাক )
।
-
হেঁটেকেরে তোর অন্টা ( কোমর) বথা হেই নি ?
-
হেইথিলা, তবে ঘাসঅ উপরে মঝিরে মঝিরে বসে পড়ছিলাম আর কি !!!
-
বহি কিনিলু কি?
-
হঁ !! তিনি চারি খণ্ড কিনেকেরে ট্যাস্কি
করেকেরে হাওড়াতে আসেকেরে বস্ রে চঢ়ি ঘরে
পলাই ( চলে) আসলাম । বাপ্পা (
বাপরে ) আউ ( আর ) যেতাম নি ।
-
ভলঅ !! ভলঅ ।
No comments:
Post a Comment