ছোটবেলায় কত ইচ্ছে ছিল
আমার । একবার স্কুলের কোন ক্লাসে যেন রচনা লিখতে বলা হয়েছিল পরীক্ষায় । বড় হয়ে, তুমি কি হতে চাও ?
একলাইনে লিখেছিলাম – রেল ইঞ্জিন ড্রাইভার । তারপর আর কিছু লিখি নি । শিক্ষক খুশী হয়ে আমাকে দশে , শূন্য দিয়েছিলেন ।
ইংরেজীতে প্রায়ই হ্যাভ
আর হ্যাজ গুলিয়ে যেত । একটু বড় হয়ে একটা গল্প পড়েছিলাম আমারই মত একটি ছেলের ।
হ্যাভ আর হ্যাজয়ে
গুলিয়ে গিয়েছিল বলে, শিক্ষক তাকে হাজার বার আই হ্যাভ
লিখতে বলে বাড়ী চলে গিয়েছিলেন ।
ছেলেটি কিন্তু
নির্দ্দেশ অবজ্ঞা করে নি । হাজার বার আই হ্যাভ লেখার পর দেখে- স্কুলে দরওয়ান ছাড়া
আর কেউ নেই ।
তাকেই খাতাটা জমা দিয়ে
লিখেছিল ( হাজার বার ইংরেজী লিখেছিল বলে, আর বাংলা লিখতে ওর মন
সরছিল না ) :-
স্যার,
আই হ্যাজ রাইটেড- আই
হ্যাভ থাউজাণ্ড টাইমস্, অ্যান্ড আই হ্যাজ ওয়েন্ট টু মাই
হাউজ ।
শেষে কি হয়েছিল, সেটা আর গল্পকার লেখেন নি বা লিখলেও মনে নেই ।
আমার ছোট বেলায় আবার
ফিরে যেতে ইচ্ছে করে আর সবার মত ।
রচনায় লিখবো – বড় হয়ে রাজ্যসভার সদস্য হবো অ্যান্ড আই হ্যাজ নো গিভড্ মেনী মেনী money !!
No comments:
Post a Comment