বিকেলে হরির
দোকানে একজন অপরিচিত মুখ । অবাঙালি হলেও
মনে হলো বেশ মিশুকে ।
তাঁর মুখে হিন্দিটা খুব মিষ্টি লাগছিল শুনতে ।
পরে শুনলাম তিনি উর্দ্দুতে কথা বলছেন ।
আমার পোড়া কানে- ওই দুটো ভাষা এক রকম লাগলেও, উর্দ্দুটা
বেশী মিষ্টি লাগে ।
টালিগঞ্জের দিকে থাকেন, তবে দিন কয়েক এসেছেন এক আত্মীয়ের
বাড়ীতে । আড্ডা তাঁর মজ্জাগত , তাই থাকতে না পেরে
চলে এসেছেন হরির দোকানে , খবর পেয়ে ।
একথা সেকথার পর অবধারিত ভাবে রাজনীতি এলো ।
তাঁর মনো ভাব কি- এই সম্বন্ধে জিজ্ঞেস করতেই তিনি একটি
শায়েরী বললেন :-
“ বরবাদে গুলিস্তাঁ কে লিয়ে এক হি উল্লু কাফী হ্যায়
অগর হর শাখ পর উল্লু বৈঠা হ্যায়, তো অঞ্জামে গুলিস্তাঁ কেয়া
হোগা ?”
No comments:
Post a Comment