অ্যাপলিটিক্যাল
******
( একটি জায়গার আড্ডাতে)
( একটি জায়গার আড্ডাতে)
+++++++++
প্রত্যেক পাড়াতেই, এক দুজন
পাঁড় মাতাল বা হাফ পাগল থাকে , সে পশ্চিমবঙের যে জায়গাই হোক না কেন !!
ধরুন- টিভিতে কোনো একজন ইংরেজী বললেন । সেটা, ধুরন্ধর
ইংরেজী বলিয়ে কইয়ে হন বা অক্সফোর্ডের ইংরেজ হন, বুঝতে পারেন না বা বুঝতে কষ্ট হয় ।
অথচ, সেই ইংরেজী , শ্যামবাজার থেকে শুরু করে বক্সীরহাট বা
বারো ভিসার পাঁড় মাতাল বা হাফ পাগলরা এক
লহমায় বুঝে যায় ।
কি আশ্চর্য, তাই না !!!!
আমরা সব গো মুখ্খু !!!
কি আশ্চর্য, তাই না !!!!
আমরা সব গো মুখ্খু !!!
No comments:
Post a Comment